‘কবজ ডট কম’ সাতটি মূলনীতির ভিত্তিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে।
১) বাংলাদেশে উৎপাদিত দেশজ ঐতিহ্যবাহী পণ্য বিক্রয়;
২) বাংলাদেশের সকল জেলাকে সমান গুরুত্ব প্রদান;
৩) সরাসরি উৎপাদনকারী বা মার্চেন্ট হতে পণ্য সংগ্রহ করে সরবরাহ;
৪) আদি, খাঁটি ও সঠিক পণ্য বিক্রয়ের নিশ্চয়তা প্রদান;
৫) সকল প্রকার আর্থিক লেনদেন নগদে সম্পন্ন করা;
৬) ক্রেতার সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে সর্বদা সচেষ্ট থাকা;
৭) মতামত, পরামর্শ ও অভিযোগ গ্রহণ এবং মূল্যায়ন।