ব্রাহ্মণবাড়িয়া জেলাঃ নদীমাতৃক বাংলাদেশের মধ্য-পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী তিতাস নদী বিধৌত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। ভারতীয় উপমহাদেশে প্রথম পুতুল নাঁচের প্রচলন করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণসাগর গ্রামের বিপিন পাল। উপমহাদেশের শাস্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আলী আকবর খান, বাহাদুর খান জন্মগ্রহন করেন এই জেলায়। এই জেলার বাঞ্ছারামপুর থানার রুপসদী গ্রামে ঐতিহ্যবাহী গরুর দৌড় এবং সরাইল উপজেলায় আসলি/হাঁসলী মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। এই জেলার মিষ্টান্নের মধ্যে ছানামুখী অন্যতম, যা বাংলাদেশের অন্য কোন অঞ্চলে তেমন প্রচলন নেই।